লিঙ্গহারার দল : এফ শাহজাহান

লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ০৫ জুন, ২০১৩, ০২:৫৪:০১ দুপুর

আমার এ্যটা লিঙ্গ ছিল

লিঙ্গ গেলো কই ?

শরম লাগে ইরোম কথা

বলতে রাজি নই।

আমার নাকি অতীত ছিল

ওমর’ আলী’র মত

খালিদ তারিক হামজা মূসা

বীর সেনানী যত।

লিঙ্গহারা করলো কারা

কোন্ গোলামীর ছাও ?

আল্লাহ আমায় দয়া করে

লিঙ্গ ফিরে দাও ।

আবার আমি গর্জে উঠে

নিশান তুলে ধরি

বখতিয়ারের ঘোড়ায় ছুটে

তীতুর মত লড়ি।

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File